প্রায়ই মানুষজন আমাদেরকে অনলাইনে কিংবা অফলাইনে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। সচরাচর কিছু প্রশ্ন উত্তরসহ নিচে দেয়া হল।
ছোট থেকে বড় যেকোন বয়সের মানুষের জন্য দিনের যে কোন সময় পবিত্র কুরআন মাজিদ, মাসআলা-মাসায়েল ও ইসলামী জ্ঞান শেখার এক অনন্য প্রতিষ্ঠান “কোরআন শিক্ষা ঘর”।
জ্বী! আলহামদুলিল্লাহ। এখানে যে কোন বয়সের নারীদের জন্য কুরআন শেখার সুবর্ণ সুযোগ রয়েছে।
এটা পুরোপুরি পরিশ্রমের উপর নির্ভরশীল। নিয়মিত সবকে অংশগ্রহণ করে চেষ্টা করে পড়লে আনুমানিক চার থেকে পাঁচ মাস সময় লাগবে (বিতাওফিকিল্লাহ)।
প্রিয় দ্বীনি ভাই/বোন! জেনে খুশি হবেন, এখানে পবিত্র কুরআনরে পাশাপাশি মাসআলা-মাসায়েলসহ দ্বীনের যাবতীয় বিষয়াবলি শেখানো হয়।
ছোট থেকে বড় যেকোন বয়সের মহিলা/বালিকাদের জন্য দিনের যে কোন সময় পবিত্র কুরআন মাজিদ, মাসআলা-মাসায়েল ও ইসলামী জ্ঞান শেখার এক অনন্য প্রতিষ্ঠান “হালিমা খাতুন হিফজুল কুরআন মহিলা মাদরাসা”। এখানে নুরানী থেকে হিফ্জ পর্যন্ত পড়ানো হয়।
প্রিয় ভাই/বোন! আপাতত আমরা অনলাইনে কুরআন শেখাই না। আল্লাহর ইচ্ছায় খুবই নিকট ভবিষ্যতে অনলাইনে কুরআন শেখানোর কার্যক্রম শুরু করবো।